সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
পটুয়াখালীর দুমকিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সড়কের নামফলকটি রাতের আঁধারে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।জানা যায়, তৎকালীন ২০০৩ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপহার হিসেবে দেওয়া এম্বুলেন্সের চালক মো: আলম- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের বাড়ির প্রবেশপথে “শহীদ জিয়াউর রহমান সড়ক” নামে একটি নামফলক স্থাপন করেন।কিন্তু হঠাৎ এক রাতে দুর্বৃত্তরা রহস্যজনকভাবে সেই নামফলকটি তুলে নিয়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।স্থানীয় বাসিন্দা ও জিয়াউর রহমানের আদর্শের অনুসারী মো: মনিরুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। পুরো উপজেলায় এই নামে অন্য কোনো সড়ক নেই। আমরা চাই দ্রুত নামফলকটি পুনঃস্থাপন করা হোক এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।”এ নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সচেতন মহল ঘটনাটির সঠিক তদন্ত দাবি করেছেন।
বার্তা প্রেরকঃ-
সাকিব হোসেন,
পটুয়াখালী জেলা প্রতিনিধি
তারিখঃ১০/১০/২০২৫ইং