1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেনাপোল-যশোর সড়কের শর্তবষী ঝুঁকিপূর্ণ কাজ ও ডালপালা কাঁটা নির্দেশ দিয়েছে জেলা পরিষদ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর শিক্ষা বোর্ডের এ বছর এইচএসসি পরীক্ষায় ২০ কলেজে কেউ পাস করেনি রাজধানীর ডিবি পুলিশের বিভিন্ন স্থানে অভিযানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাইসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী আটক বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়া ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আব্দুল মহিত তালুকদার বগুড়ায় ডাঃ নুরুল হক স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ডিমলায় নবীন বরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। সাতক্ষিরা কালিগঞ্জে রূপান্তরের উদ্যোগে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত না ফেরার দেশে চলে গেলেন বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী হাজী শাহাদৎ হোসেন কুমিল্লা জেলার হোমনা উপজেলায় বিএসটিআই ও উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্টের অভিযান ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

বেনাপোল-যশোর সড়কের শর্তবষী ঝুঁকিপূর্ণ কাজ ও ডালপালা কাঁটা নির্দেশ দিয়েছে জেলা পরিষদ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ

অবশেষে বেনাপোল-যশোর সড়কের শতবর্ষী ঝুঁতিপূর্ণ গাছ ও ডালপালা কেটে ফেলার নির্দেশ দিয়েছে জেলা পরিষদ।

সোমবার ২৮এপ্রিল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে গাছগুলো অপসরণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান রিপন।

 

দীর্ঘদিন বেনাপোল -যশোর সড়কের শতবর্ষী অনেক গাছ মরে ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায়ই এসব গাছ বা গাছের ডালপালা ভেঙে পথচারী বা এই সড়কে চলাচলকারী যানবাহনের ওপরে পড়ছে। সম্প্রতি একটি চলন্ত ট্রাকের সামনে গাছের একটি বড় ডাল ভেঙে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য বেঁচে যান চালক ও হেলপার।

বেনাপোল -যশোর সড়কটি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হওয়ায় এই সড়কের গাছ কাটা না কাটা নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা রয়েছে। মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছে দুই গ্রুপ। বিষয়টি নিয়ে গাছ না কাটার পক্ষে হাইকোর্টে একটি রিটও করা হয়। রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যার সমাধান মিলছিল না। কিন্তু, ঝুঁকির বিষয়টি বিবেচনা করে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সড়কের দুই পাশের যেসব গাছ ও গাছের ডাল ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলো অপসরণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি।

ওই পত্রে বলা হয়েছে, যশোর সড়ক বিভাগের অধীন বেনাপোল-যশোর (এন-৭০৬) একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। সড়কের উভয় পাশে জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন স্থানে বেশকিছু শতবর্ষী মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডাল-পালা রয়েছে। প্রায়ই শতবর্ষী গাছের ডালপালা ভেঙে পথচারী নিহত, আহত ও যানবাহনের ক্ষতি হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যে কোন সময় এসব মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙে যে কোন দুর্ঘটনায় জান-মালের ব্যাপক ক্ষতি হতে পারে। চিঠিতে বলা হয়, এ বিষয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা পরিষদকে উক্ত মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা অপসরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনেকবার বলা হলেও কার্যকরী কোনো ব্যবস্থা গৃহীত হয়নি। বর্তমানে জীবনহানির ঝুঁকি অনেক বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরতে উক্ত মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তন, অপসরণ করে জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

 

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান বলেন, বেনাপোল – যশোর মহাসড়কের পাশের শতবর্ষী ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো কিংবা ডাল অপসারণের জন্য উপজেলা প্রশাসনের কাছে নিয়মিত ফোন আসে। এই রাস্তাটি হাইওয়ে যশোর বিভাগের এবং গাছগুলো জেলা পরিষদের তাই উপজেলা প্রশাসনের এখানে করণীয় কিছু থাকে না। তদুপরি অভিযোগের পরিপেক্ষিতে জনস্বার্থে জেলা পরিষদের কাছে প্রচলিত আইন ও বিধি মোতাবেক মরা গাছগুলো ও ঝুঁকিপূর্ণ ডাল অপসারণের জন্য অনুরোধ করি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা পরিষদের মালিকানাধীন বেনাপোল – যশোর জাতীয় মহাসড়কের বেনাপোল হতে নাভারণ পর্যন্ত শার্শা উপজেলা অংশের সড়কের দুই পাশে নয়টি মৃত গাছ এবং ৯৪টি গাছের ডালপালা ঝুঁকিপূর্ণ মর্মে শার্শা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে প্রতিবেদন পাওয়া গেছে। যেকোন সময়ে এই গাছ বা গাছের ডাল পথচারী ও যানবাহনের ওপর পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশংকা আছে।

বুধবার ৩০এপ্রিল শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান জেলা পরিষদের পত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ সংক্রান্ত কাজগুলো করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে দ্বায়িত্ব দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট