
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সাধারণ মানুষের প্রত্যাশা ও নাগরিক ভাবনা জানতে বেনাপোলে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৃজনশিখা’-এর আয়োজনে “আপনার কথা শুনতে চাই, আপনার মতামত দিন নিঃসংকোচে” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বেনাপোল কাস্টমস হাউজ কার্যালয় সম্মুখে
আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং আগামী দিনের জনপ্রতিনিধিদের কাছে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন। ভোটাররা তাদের এলাকার উন্নয়ন, সুশাসন এবং স্বচ্ছতা নিয়ে সরাসরি তাদের মতামত প্রদান করেন। সাধারণ মানুষের ভয়হীনভাবে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “এসো আলোকিত হই” স্লোগানকে সামনে রেখে তারা সমাজ সংস্কার ও নাগরিক অধিকার সচেতনতায় কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠান শুরুর প্রাক্কালে “সৃজনশিখা”র প্রধান উপদেষ্টা মোস্তাফিজ্জোহা সেলিম স্বাগত বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও মতামত প্রদানে বক্তব্য দেন- উপদেষ্টা সত্যজিৎ, সাবরিনা মমতাজ, মহাসিন হোসেন হৃদয়, সদস্য- জবা, হায়াতুন, রাফি, হৃদয় প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং সৃজনশিখা’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন-“সৃজনশিখা’র প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুসাইন জয়।
সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে “সৃজনশিখা”র মতামত অনুষ্ঠান। উক্ত সময়কালে এলাকার শতাধিক মানুষ “সৃজনশিখা’র মতামত বহিতে তাদের মতামত লিপিবদ্ধ করে স্বাক্ষর করেন।
অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, নির্বাচনের আগে সাধারণ মানুষের মতামত গ্রহণ রাজনৈতিক দলগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে।
উল্লেখ্য, ‘সৃজনশিখা’ বেনাপোল ও শার্শা এলাকায় নিয়মিত বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।