
মনা নিজস্ব প্রতিনিধিঃ
১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয় এবং রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন নিয়মিতভাবে আটক করার উদ্যোগ নেওয়া হয়েছে। যার লক্ষ্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ও রাস্তায় অবৈধ যানবাহনের চলাচল কমানো। এতে ইতোমধ্যেই একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন থানায় যানবাহন হেফাজতে রেখেছেন।
এসময় জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্স বিশেষ চেকপোস্ট জোরদার কার্যক্রমে উপস্থিত ছিলেন।
“কেউ রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ব্যবহার করবেন না, ট্রাফিক আইন মেনে চলুন”