
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ডিবি, নরসিংদী কর্তৃক ফেন্সিডিল ও একটি পিকআপ গাড়িসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঘটনার বিবরণ – শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ১১.৩৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর এসআই (নিঃ) মোবারক হোসেন এর নেতৃত্বে একটি টিম চেকপোস্ট পরিচালনাকালে নরসিংদী জেলার শিবপুর থানাধীন শাষপুর সাকিনস্থ বদু মার্কেট এর সামনে (ঢাকা-সিলেট মহাসড়ক) পাঁকা রাস্তা উপর চেকপোস্ট করাকালীন ০২ জন মাদক ব্যবসায়ীকে ৭০ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িসহ আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন:
আসামী ০১। মো:বুরহান উদ্দিন (২২), পিতা: মো: শরিফ উদ্দিন, মাতা: কুলসুমা বেগম, সাং নয়ামাটি থানা: গোয়াইনঘাট জেলা : সিলেট, ০২। মো: সাহিদ আাহম্মেদ(২৫), পিতা: মো:হাজী আনিসুল হক, মাতা: মৃত দিলারা বেগম, সাং রামপ্রসাদ, থানা: জৈন্তাপুর, জেলা সিলেট।
এ সংক্রান্তে শিবপুর থানায় মামলা রুজু করা হয়েছে।