1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আন্তর্জািক নারী দিবস উপলক্ষে "নারী প্রতি ডাক" - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর রাজবাড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান ডিবি যশোরের অভিযানে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক কক্সবাজারে বিএসটিআই ও জেলা প্রশাসন, কক্সবাজার এর সমন্বয়ে একটি মোবাইল কোর্টের অভিযান ২টি প্রতিষ্ঠানকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদকসেবী আটক সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ অভিযান: অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য সহ অপরাধী গ্রেফতার রাজধানী নিউমার্কেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় বিএসটিআই’র মোবাইল কোর্টের অভিযান ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক বৃদ্ধের যশোর ৮৫ শার্শা-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন মফিকুল হাসান তৃপ্তি রাণীশংকৈলে উত্থান একাদশী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

আন্তর্জািক নারী দিবস উপলক্ষে “নারী প্রতি ডাক”

লিটন ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

শিরোনামে একটি কবিতা

হে নারী,
বাধ এবার কোমরে শাড়ী
উচ্চ করিয়া শির,স্বাধীন করিয়া কর বাচার ইচ্ছা,
মিটে যাবে সমাজের সকল শয়তানের কিচ্ছা।
তুমিতো মাতা রুপে ছেলেরে দাও জ্ঞান
ক্ষুধা নিবারনে দাও বুকের তাজা রক্তের দুধ,
তোকাম বন্দি করিয়া তোমার ছেলেরা দেয়কি এরই সুদ,!
ঐ ছেলের কপালে মার লাথি,
তুমিতো দূর্গার জ্ঞাতি।
যেমন অশুররে করিয়া বধ,
ধরায় আনিল শান্তির রথ।
কারন তুমিতো রোকেয়ার জাতে,
তাই তোমাকেও যে যুদ্ধ করে তোমার স্বাধীনতা আনিতে হবে।
তোমার জ্ঞানের ধৈর্য্য-শৈর্য্য,,,
হবে কি তবে শয়তানের আহার,,!
লাথি মার তার মুখে,
যে হানা দেয় তোমার স্বাধীনতার সুখে।
লাথি মার ভাংগোরে তালা
বেরিয়ের পর এবেলা, ,,,,
ধর এবার তাদের যে তোমাকে বন্দি করার ফন্দি করে,,,,
তাদের লাগা উল্টো তালা এক ঘোরে করে।
কী নেই তোমার,,,!
আছে শক্তি, আছে ধৈর্য্য,,,
আরো আছে পুরুষের মত তাজা রক্ত।
তাহলে কেন কর ভয়?
জানি সেই শয়তানরাও তোমার পর নয়।
তুমি যাদের করছ মায়া,,
তারা কি দেয় তোমায় দয়া,!
তবে কেন আছ মিথ্যে বন্ধনে বেধে,,
ভেংগে ফেলো ঐ বন্ধন,
যার একপাশে রয়েছে ভন্ডের কন্দ্রন।
দূর্গা করেছে মর্ত দশ হাতে জয়,
তোমার দু-হাতের জন্য কি ভয় হয়,,?
তবে সুমাইয়া(রাঃ)দিকে তাকাও
ছিলনা তার ভয়,সব মিছে হাকাও।
করিওনা ভয়,,,,
তোমার লক্ষী দু-হাতেই হবেই জয়।
পুরুষের মুখে যদি উঠে ভাত,,
তোমার মুখে কেন তবে জল,,,?
তোমার চোখের জলে মোর অঙ্গ জ্বলে,
জল দিলে জ্বলে আরো দাও দাও,,
আর নয়,,, এবার চোখের জল মুখে বিজয়ের পতাকা হাতে নাও।
কে বলে পুরুষের পায়ের নিচে তোমার স্থান,,
তাহলে জেনে রাখ নারীর পায়ের নিচে হবে পুরুষের প্রস্থান।
ভেবে দেখ তোমার কি নেই কি কোন শক্তি,,,?
তাহলে মিছেমিছি ওদের করো ভক্তি।।
তোমার কি নেই একটু হাসিয়া বাচার ইচ্ছা,?
তাহলে কেন দেহ দিয়ে শ্রম দিয়ে মিটাও তাদের ইচ্ছা।
হে,, তুমিতো মাতা রুপী,,
তাহলে কেন তোমাকে দিবে অন্যের হাতে সপি।
তোমার মলিন হাত হতে পারে,
তাই বলে শুধু রবে চুরি পরে?
তবে এটাই কি তোমার বাধা,,?
ভেংগে ফেলো ঐ শাখা-পলা,
যে শাখা-পলা তোমারি বাধা।
কি হবে ওর কল্যান ভেবে,,,
যে রাখতে চায় তোমায় আন্ধকারে।
যাও তবে তাকে ছেড়ে,,
জ্ঞানের আলোর সন্ধানে।
আরে সমাজ কি এটাই,,
যেখানে পুরুষ বাহিরে
আর তোমার ঘরের কোনে ঠাই।
আরে পরিবার কি এটাই,,,
যেখানে পুরুষের অধিকার,
নারীর কথা বলতে নাই,,!
আমাকে করো না হেলা,,
আমিতো তোমাদের স্বাধীনতার নতুন বেলা।
ধরো আমার পথ,পাবে স্বর্গের রথ,,,
হবে তুমিও তবে স্বর্গের দেবী।
তাহলে কোন অন্যে পায়ের নিচে পরে রবি।
তবে বেছে নাও কোন আসনে বসবে,,,
মুক্তি পথের চাবি,,!
নাকি ১৮ এর আগে বিয়ের পিড়ি!
বেছে নিতে পারলে সঠিক সিদ্ধান্ত
বুঝাবে কোনটি মিছে-ভ্রান্ত।
বিজয়ের ডংকা উঠিয়িছে বাজি,
যে দেশের প্রধান একজন নারী,
তুমিও বাধ কোমরে শাড়ী।
একটি বার মাথা তুলে সাহস করে আওয়াজ তুলো,
দেখতে পাচ্ছো,,
সকলি তোমাকে ভয় পায়,
মা বলে পুজোঁ দেয়।
এবার বুঝলেতো কিসে জয় হয়,,
নমনীয়তায় নয়, সাহস-উদ্দমে আর সত্য লরাই সংগ্রমে।

—–লিটন ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট