ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
শোকের ছায়া:-
হারিয়ে গেল এক নিষ্পাপ প্রাণ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদয়বিদারক এক ঘটনায় আমাদের প্রিয় ভাই, সাবেক মেম্বার রবিউল শেখের একমাত্র সন্তান আজ দুপুর দুইটায় পানিতে পড়ে চিরবিদায় নিয়েছে। এক ছোট্ট প্রাণ, যার হাসি-আনন্দে ভরে থাকত চারপাশ, সে আজ নীরব এক স্মৃতিতে পরিণত হলো।
এ এক অপূরণীয় ক্ষতি, যে শূন্যতা কখনোই পূরণ হবে না। পরিবারের সবার জন্য এটি এক কঠিনতম সময়। আল্লাহ যেন এই পরীক্ষার বোঝা তাদের সহজ করে দেন।
আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চস্থান দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন।