মনা নিজস্ব প্রতিনিধিঃ
এসআই(নিঃ)/আব্দুল কাদের সঙ্গীয় ফোর্সসহ বাকলিয়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১। সিআর নং-৩২১/১৮, প্রসেস নং-৪৯৫/২৫, দায়রা-৯৬৬৫/১৮, ধারা-এনআইএ্যাক্ট-১৩৮, ২। সিআর নং-৩২০/১৮, প্রসেস নং-৪৯৬২/২৫, দায়রা-৯৬৬/১৮, ধারা-এনআইএ্যাক্ট-১৩৮, মূলে ০২টি সাজা পরোয়ানাভূক্ত আসামী মোঃ এমরান, পিতা- মোঃ ইসহাক, সাং-মডেল মসজিদ সংলগ্ন, আলহাজ্ব দানু মিয়া ম্যানশন, ব্লক-বি, রোড নং-২, কল্পলোক আবাসিক এলাকা, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।