মনা যশোর প্রতিনিধিঃ
যশোর জেলার সন্মানিত পুলিশ সুপার মহোদয়ের নিদের্শক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ শিবু মন্ডল, এএসআই (নিঃ)/মোঃ আজাহারুল ইসলাম, এএসআই(নিঃ)/গৌরঙ্গ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গত ২৯/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৫.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী থানাধীন খাজুরা মেইনরোড বাসস্ট্যান্ড থেকে জহুরপুর বাজারগামী পাকা রাস্তার বাম পাশে জনৈক রাজিব হোসেনের “আরিয়ান টেলিকম” নামক দোকানের সামনে হতে আসামী রাজিব হোসেন(২৬) ও হোসেন আলী (২৬) দ্বয়কে গ্রেফতার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত বাংলাদেশ সরকার কর্তৃক অবৈধ ঘোষণাকৃত বিভিন্ন নামীয় বেটিং এজেন্ট, জুয়ার সাইট যেমন- mobcash, 1xbet প্রভৃতির মাধ্যমে অবৈধভাবে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশন এর মাধ্যমে অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা করে আসছে। ধৃত আসামীদ্বয়ের হেফাজত হতে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ১৭ টি সীম কার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ সংক্রান্তে এএসআই(নিঃ)/মোঃ আজাহারুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ইং- ২৯/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। নাম- রাজিব হোসেন(২৬)
পিতা-আব্দুর রাজ্জাক
মাতা-মঞ্জুয়ারা বেগম
সাং-তেজরোল
থানা-কোতয়ালী মডেল
জেলা-যশোর।
২।নামঃ- হোসেন আলী(২৬)
পিতা-আয়ুব হোসেন
মাতা-রাশিদা বেগম,
সাং-তেলীধান্যপুরা
থানা-বাঘারপাড়া
জেলা-যশোর।
উদ্ধারঃ
১। ০৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন
২। ১৭ টি সীম কার্ড