আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ার ধুনট উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে চাকু ঠেকিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি ইউসুফ আলী (২৫)কে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ভুক্তভোগী কিশোরী। রবিবার আদালতের মাধ্যমে ইউসুফ আলীকে কারাগারে পাঠানো হয়। তিনি ধুনট উপজেলার সুলতানহাট্টা পেচপাড়া এলাকার দিপু মিয়ার ছেলে। এর আগে শনিবার রাতে টাঙ্গাইলের সখিপুর উপজেলার তক্তারচালা বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। মামলা সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই বিকেলে পরিবারের সঙ্গে আসামির বাড়িতে বেড়াতে যায় কিশোরী। ওই সময় চাকু ঠেকিয়ে তাকে ধর্ষণ করে ইউসুফ আলী। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।বর্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, ধর্ষণ ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ধুনট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।