আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: দ্বিতীয় বিয়ে করায় স্বামীর হাত-পা বেঁধে লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী তানজিলার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো: রাজু(৪২)। তিনি বারপুর স্কুলপাড়া এলাকার হাচেন আলীর ছেলে। রাজু পেশায় গাড়িচালক। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রাজু দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার প্রথম স্ত্রী তানজিলার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন রাতে গাড়ি চালিয়ে সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন রাজু। এ সময় প্রথম স্ত্রী ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে লিঙ্গ কর্তন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। বগুড়া সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত তানজিলা পলাতক রয়েছেন। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।