রাত থেকে শুরু করা পাল্টা পাকিস্তানি হামলায় পাকিস্তান ভারতের মূল ভূখণ্ডের অন্ততঃ ৩৫টি স্থানে আঘাত করেছে, যার ফলে ভারতের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। গোয়েন্দা ও মাঠ পর্যায়ের রিপোর্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর নিশ্চিত হয়েছে।
নিশ্চিত হামলা ও ক্ষয়ক্ষতির বিবরণঃ
১. বিয়াস (Beas):
• ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।
২. উধমপুর (Udhampur):
• আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস।
• বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষতি হয়েছে।
৩. পাঠানকোট (Pathankot):
• ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলায় বিমানঘাঁটিতে আঘাত হানা হয়েছে।
৪. জালন্ধর (Jalandhar):
• বিমানঘাঁটিতে ধারাবাহিক হামলা চলছে।
৫. গুজরাট (Gujarat):
• একাধিক বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনায় হামলা হয়েছে।
৬. দিল্লি অঞ্চল (Delhi Region):
• হিসারের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে; দিল্লি এখনো সম্ভাব্য টার্গেট।
৭. রাজস্থান (Rajasthan):
• সামরিক স্থাপনাগুলোতে হামলা হয়েছে।
৮. শ্রীনগর (Srinagar):
• বিমানঘাঁটিতে হামলা হয়েছে।
• ২০ জন ভারতীয় সেনা নিহত।
৯. চণ্ডীগড় (Chandigarh):
• অস্ত্রাগারে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।
১০. মোট ক্ষতি:
• ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা।
• উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অস্থিরতা।