1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. rmriyad509@gmail.com : Riyad Mahmud : Riyad Mahmud
মাদারীপুর শিবচরে ১৭ লক্ষ্য টাকায় লিবিয়া দিয়ে ইটালি নেওয়ার প্রভোলন দেখিয়ে তিন ভুক্তভোগির ৭২ লক্ষ্য টাকার মুক্তিপন - নব দিগন্ত ২৪
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল। আগামী বর্ষা মৌসুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে সবুজে আচ্ছাদিত করবো : ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। রাজধানী রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা মূলসড়কে কোনো ব্যাটারীচালিত রিক্সা চলতে পারবে না, শহরের অভ্যন্তরের সড়কে চলবে স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত ব্যাটারীচালিত রিক্সার (ই-রিক্সা): ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ খুলনার কয়রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই বিতর্কিত নেতা অবশেষে অব্যাহতি । মাদারীপুর রাজৈরে প্রবাসীর ঘরে আগুন, সঠিক বিচার না পাওয়ার অভিযোগ। রাজৈরে উপজেলা জামায়াতের দাওয়াতি গনসংযোগ পক্ষ পালিত। মাদারীপুর রাজৈরে প্রবাসীর ঘরে আগুন, সঠিক বিচার না পাওয়ার অভিযোগ। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি,মহাসচিবের। বগুড়া আদমদিঘীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

মাদারীপুর শিবচরে ১৭ লক্ষ্য টাকায় লিবিয়া দিয়ে ইটালি নেওয়ার প্রভোলন দেখিয়ে তিন ভুক্তভোগির ৭২ লক্ষ্য টাকার মুক্তিপন

নাজমুল শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুর শিবচরে ১৭ লক্ষ্য টাকায় লিবিয়া দিয়ে ইটালি নেওয়ার প্রভোলন দেখিয়ে, দালাল মাফিয়া আলমগির খা, নির্মম অত্যাচারের পর ৩ ভুক্তভোগির ৭১ লক্ষ্য ৫০ হাজার টাকা মুক্তিপন নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাদের মোট ১ কোটি ২২ লক্ষ্য ৫০ হাজার টাকা নেয়, দালাল মাফিয়া আলমগির খা।
মেহেদী হাসান (২২) লপতসরকার চর গ্রামের, দক্ষিন বয়রাতলা ইউনিয়নের, ছালাম মুন্সির ছেলে, মেহেদী হাসান বলেন, আমাকে ১৭ লক্ষ্য টাকায় লিবিয়ার ভূমধ্য সাগর পারি দিয়ে ইটালি জাওয়ার প্রভোলন দেখিয়ে। বাংলাদেশ থেকে লিবিয়া নিয়ে, নির্মম অত্যাচার করে, ২৪ লক্ষ্য টাকা মুক্তিপন চায়। আমাদের ঘর- বাড়ি বন্দক রেখে ২৩ লক্ষ্য ৫০ হাজার টাকা দেওয়ার পরে বাংলাদেশ পাঠিয়ে দেয়, আমি দালাল আলমগীর খার ফাঁসি চাই।
নাইম (২১) চরকামারকান্দি গ্রামের, নিলক্ষী ইউনিয়নের ইলিয়াচ খার ছেলে জানান, দালাল আলমগির খার মাধ্যমে ইটালি নেওয়ার কথা বলে ১৭ লক্ষ্য টাকা কনটাক্ট করে, লিবিয়া নিয়ে নির্মম অত্যাচার করে, মোট ৪১ লক্ষ্য টাকা নিয়ে ২ মাস আটকে রেখে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
নাইম আরও বলেন, আমি আমাদের টাকা ফেরত চাই এবং দালাল – মাফিয়া আলমগির খার কঠিন বিচার চাই।
জাহিদ (২৫) দত্তপারা ইউনিয়নের গফফার মোল্লার ছেলে। তিনি জানান, আমার ফুফা জালাল মাদবর এর মাধ্যমে দালাল, আলমগির খার সাথে পরিচয় হয়। আমাদের ইটালি নেওয়ার কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে ১৭ লক্ষ্য টাকা কনটাক্ট করে লিবিয়া নিয়ে বিক্রি করে দেয় অন্য দালালের কাছে, আমাদের খাবার দিতো না, বাথরুমের পচা পানি দিতো। আমাকে মারধর করে হাতুড়ি দিয়ে পিটিয়ে ২ মাস নির্মম অত্যাচার চালিয়ে ২৪ লক্ষ্য টাকা মুক্তিপন নিয়ে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমারা ৩ টি পরিবার এখন নির’স, আমরা আমাদের টাকা ফেরত চাই এবং দালাল – মাফিয়া আলমগির খার কঠিন বিচার চাই আইনের কাছে।
শিবচর থানার, মানব পাচারকারী মামলার তদন্তকারী কর্মকর্তা, রেজাউল করিম জানান, মামলা কার্যকর হয়েছে শুধু আসামী ধরা বাকি রয়েছে, আসামীকে পেলেই আটক করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট