মোঃ আলী শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
রাজৈর উপজেলার ইশিবপুর কুঞ্জ লতা ফুডপার্কে বিশ্ব বিরাহ দিবস পালিত হয়। ২৮শে জানুয়ারি মঙ্গলবার এই উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করার জন্য প্রতিবছরই নতুন করে যারা এগিয়ে আসে ঠিক তাদেরকে নিয়েই এই কার্যক্রম গুলো করে থাকে তাই এবার ২০২৫ উদযাপিত হলো যাদের আন্তরিক সহযোগিতায় তাদের মধ্যে হলেন।
বিশ্ব বিরাহ দিবসের উদ্যোক্তা কবি এস এ সারাভাই
ম্যানেজিং ডিরেক্টর আকনজি ট্রেডিং মাল্টিমিডিয়া মার্কেটিং কোং।
ব্লাড ক্যাম্পিং এ ছিলেন
নবজীবন ব্লাড কানেকশন গ্রুপ টেকেরহাট।সার্বিক সহযোগিতায় ছিলেন
মোহাম্মদ রাসূল আকন (খোকন) ইতালি প্রবাসী।
চক্ষু চিকিৎসা ক্যাম্পিং এ ছিলেন, ইসলামী চক্ষু হাসপাতাল টেকেরহাট
সার্বিক সহযোগিতায় ছিলেন
মোহাম্মদ মিজানুর রহমান পান্নু ইটালি প্রবাসী।
উপস্থাপনায় ছিলেন ছিলেন মোঃ শেখ আজগর এবং মোঃ আতিয়ার রহমান শেখ,।
মিডিয়া পার্টনার ছিলেন
ভাবানন্দ ইউটিউব চ্যানেল।
অনলাইন প্রচারণায় ছিলেন
সাংবাদিক মোঃ আলী শেখ
শিল্পী এবং কলা কৌশলী ছিলেন, শিল্পী মোহাম্মদ ইয়াসিন, শিল্পী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ,শিল্পী মোছাম্মদ তাসলিমা আক্তার খেপা তাসলি,শিল্পী মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক,সাবলীল নৃত্য পরিচালনায় ছিলেন, লাভস একাডেমি টেকেরহাট। স্পন্সার কুঞ্জ লতা ফুড পার্ক ও আকনজি ট্রেডিং মাল্টিমিডিয়া মার্কেটিং কোং।সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, ম্যানেজিং ডিরেক্টর
কুঞ্জ লতা ফুড পার্ক।