বিষয়:
বরাবর,
অফিসার ইনচার্জ
শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্র
মাদারীপুর।
আমি, মোঃ নাজমুল শেখ, পিতা: সিদ্দিকুর রহমান শেখ, গ্রাম: শ্রীনদী, ডাকঘর: শ্রীনদী, উপজেলা ও জেলা: মাদারীপুর — পেশায় একজন সাংবাদিক। বর্তমানে “নব দিগন্ত ২৪” অনলাইন সংবাদমাধ্যমের মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি।
গত ২৭ জুন ২০২৫ তারিখে আমি রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের ১৬ বছর বয়সী এক হিন্দু কিশোরীর বিয়ের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা ও আইন প্রয়োগে নিষ্ক্রিয়তা নিয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করি। প্রতিবেদনে স্থানীয়দের বক্তব্য, প্রচলিত আইন ও বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়। এতে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বিদ্বেষ, অপমান বা মিথ্যা প্রচারের কোনো উদ্দেশ্য ছিল না।
প্রতিবেদনের পরদিন, ২৮ জুন ২০২৫ তারিখে রাত ১২:১৭ মিনিটে আমি একটি অজানা নম্বরে +880 1788-923002 মিসকল দিই। এক মিনিট পর, ১২:১৮ মিনিটে, ঐ নম্বর থেকেই আমাকে ইনকামিং কল আসে, যা ৫ মিনিট ২০ সেকেন্ড স্থায়ী ছিল।
কলটি থেকে একজন ব্যক্তি একটি অপ্রাসঙ্গিক ও অজানা ঘটনার সাথে আমাকে জড়ানোর চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক ও পেশাগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মনে করি।
নম্বরটি আন্তর্জাতিক জার্মানির (0178) ফরম্যাটে হলেও, আমার ফোনে লোকেশন “Bangladesh” দেখায়। এটি দেখে ধারণা করা যায় যে, কলটি হয়তো বাংলাদেশ থেকেই কোনো স্পুফড নম্বর (ভুয়া নম্বর রূপান্তর প্রযুক্তি) ব্যবহার করে করা হয়েছে, অথবা প্রযুক্তিগত কৌশলে নম্বরের উৎস গোপন রাখা হয়েছে।
📌 আমার অনুরোধ:
বিষয়টি তদন্ত করে দেখা হোক, যাতে এটা নিশ্চিত করা যায় যে কেউ আমাকে পেশাগত কারণে হয়রানি করছে কি না। আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে সাংবিধানিক অধিকার অনুযায়ী জনস্বার্থে সত্য প্রকাশের দায়িত্ব পালন করেছি। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়ে আমাকে জড়ানোর চেষ্টা করে, তবে তা যেন সঠিকভাবে আইনগত দৃষ্টিকোণে বিবেচিত হয়।
আমি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত নই এবং দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে চলি।
আপনার সহানুভূতিশীল বিবেচনা ও নিরাপত্তামূলক পদক্ষেপ কামনা করছি।
বিনীত,
(স্বাক্ষর)
মোঃ নাজমুল শেখ
জেলা প্রতিনিধি, নব দিগন্ত ২৪
মোবাইল: ০১৩১৩৫১১৩২২
তারিখ: ২৯ জুন ২০২৫