1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিএমপি'র ডিবি (বন্দর) কর্তৃক চুরিকৃত মালামাল উদ্ধারসহ ০২ আসামী গ্রেফতার* - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ভ্রাম্যমাণ আদালত ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ এবং গুণগতমান নিশ্চিতকরণ অভিযান সিএমপি’র ডিবি (বন্দর) কর্তৃক চুরিকৃত মালামাল উদ্ধারসহ ০২ আসামী গ্রেফতার* টাঙ্গাইল ও বিএসটিআই,গাজীপুর এর যৌথ উদ্যোগে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় মোবাইল কোটের অভিযান ৮ প্রতিষ্ঠানের জরিমানা যশোর শার্শা বাগআঁচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামটা গ্রামে গণসংযোগ করেন কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ০২ (দুই) কেজি গাঁজা সহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার শারদীয় দুর্গা পূজা-২০২৫ উপলক্ষে যশোর জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে পুলিশ সুপার মহোদয়ের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সাভারে ছাত্রলীগ নেতার আহমাদ সোহান সিরাজী’র ‘স্টার নিউজ চ্যানেলে নিয়োগের অপচেষ্টা। ভোলা ১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা আটক বগুড়া গাবতলীতে শ্বশুরবাড়ির পাশে যুবকের মরদেহ উদ্ধার। গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিএমপি’র ডিবি (বন্দর) কর্তৃক চুরিকৃত মালামাল উদ্ধারসহ ০২ আসামী গ্রেফতার*

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বাদি মোঃ আসাদ (৪৫), পিতা-মোঃ আব্দুল কাহার, মাতা-মোছাঃ সামছুন নাহার, সাং-৬ রইল, বেপারী বাড়ি, ৮নং ওয়ার্ড, যশোর। ইউপি, পোস্ট-আঠারদানা, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ, বর্তমানে-
ম্যানেজমেন্ট এক্সিকিডদিক, জাহিদ এন্ড ব্রাদার্স, ৩৭ বঙ্গবন্ধু এভিনিউ, থানা-পল্টন, জেলা-ঢাকা, এনআইডি-৬৮৭৭৪৯৪৪৯৯ এবং ডিবি পুলিশের সহায়তায় ধৃত আসামী ১। মোঃ সোহেল আবদুল্লাহ (৩০), পিতা-মোঃ শাহ আলম, ২। মোঃ হাসান উদ্দিন (৩০), পিতা-কাজী করিমুল হক ও পলাতক আসামী ৩। মোঃ ইমান আলী প্রকাশ ইমন (৩১), পিতা-আবদুল আলীদের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, বাদি জাহিদ এন্ড ব্রাদার্স নামীয় কোম্পানীতে ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন । তার কোম্পানী চট্টগ্রাম কাস্টমস এর সকল কার্যক্রম সম্পন্ন করে গত ১৬/০৯/২০২৫ ইং তারিখে সংগ্রাম বন্দর হইতে LC No. 135625012562 এবং Proforma Invoice No. 1225314 মূলে দুই কন্টেইনার Motorized Treadmill (ব্যায়ামের সামগ্রী) খালাস করে। উক্ত মালামাল চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা, ডেমরাস্থ নিজস্ব গোডাউনে পরিবহনের জন্য তামজিদ কার্গে’ সার্ভিসকে দায়িত্ব দেওয়া হয়। তারা পাঁচটি কভার্ড ভ্যান যাহার গাড়ী নং যথাক্রমে ঢাকা মেট্রো-ট-২০-১৭৭৬, ঢাকা মেট্রো-ট ১৫-০০১৬, চট্টি মেট্রো-ট ১১-২৪৭১, চট্ট মেট্রো-টি ১১-২১৬৩, চট্ট মেট্রো-ট ১১-৪০২২ যোগে চট্টঙ্গাম বন্দর থেকে ঢাকা, ডেমরায় প্রেরণ করেন। গত ১৭/০৯/২০২৫ইং তারিখ উক্ত মালামাল যথাসময়ে ঢাকা, ডেমরা তাদের নিজস্ব গোডাউনে আনলোড করা কালে দেখতে পাই T56A মডেলের ০৫ (পাঁচ) কার্টুন মাল পাওয়া যায় নাই। পরবর্তীতে বিষয়টি ট্রান্সপোর্ট ও সিএন্ডএফ কর্তৃপক্ষকে অবহিত করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে গোপন সূত্রে জানতে পারেন যে, জনৈক শহীদুল ইসলাম চিটাগাং ট্রেজার্স, ঠিকানাঃ ৯৫/৯৬ নং সি.ডি এ মার্কেট রয়েল প্লাজা, নিচ তলা, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম উক্ত ০৫ (পাঁচ) পিচ মাল তারা বিক্রির উদ্দেশ্যে ঢাকায় বিভিন্ন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেছে। এরেই সূত্রে ধরে বাদি চট্টগ্রামে এসে বিষয়টি সিএমপি’র বন্দর বিভাগের ডিবি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবহিত করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় অন্যান্য অফিসার ও ফোর্সসহ ইং ২৩/০৯/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪:০০ ঘটিকায় তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডবলমুরিং থানাধীন বেপারী পাড়াস্থ এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসের পাশে, চিটাগাং কার পার্কিং নামীয় শো-রুমের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ সোহেল আবদুল্লাহ (৩০) ও মোঃ হাসান উদ্দিন(৩০) দ্বয়কে গ্রেফতার করেন। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি ও দেখানো এবং আমার সনাক্তমতে ধৃত আসামীদ্বয়ের দখল ও হেফাজাত হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দকৃত আলামত ০২/ দুইটি Motorized Treadmill যাহার কার্টুনের গায়ে ইংরেজীতে মডেল নং- T56A, N.W:102KGS, G.W.: 115kGS, CARTON SIZE: 202X91X35CM, CONTRACT NO.: JZ25314 লেখা আছে উদ্ধারপূর্বক ইং ২৩/০৯/২০২৫ তারিখ ১৪.৩০ ঘটিকার সময় জব্দ করেন এবং বর্ণিত আলামত ও ধৃত আসামীকে ডিবি পুলিশ হেফাজতে গ্রহন করেন। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা পলাতক আসামী মোঃ ইমান আলী প্রকাশ ইমন (৩১) সহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জন আসামী পরস্পর যেগসাজশে দীর্ঘদিন যাবৎ বিদেশ হতে আমদানীকৃত মূল্যবান সামগ্রী সাগ্রাম বন্দর হতে ট্রান্সপোর্ট যোগে দেশে বিভিন্ন স্থানে পরিবহনকালে চুরি করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট