মনা নিজস্ব প্রতিনিধিঃ
পাঁচলাইশ মডেল থানার এসআই মোঃ নুরুল আবছার এএসআই সুজন বড়ুয়া, এএসআই রুকন উদ্দিন, এএসআই আবু সালেক, এএসআই আবদুল্লাহ আল মাসুদ পাটোয়ারী দের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৫/০৮/২০২৫খ্রি. তারিখ দুপুর অনুমান ১১.৪৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১। দায়রা ৩২৪৬/১৯ ইং, সিআর নং-৬২৬(পাঁচলাইশ), ২। সিআর ৪১১/২৫(কোতোয়ালী), ৩। সিআর নং-৪৬ ন১/২৫(কোতোয়ালী), ৪। সিআর নং-১২৩/২৫(পাঁচলাইশ), ৫। সিআর নং- ১২৪/২৫(পাঁচলাইশ) সংক্রান্তে সাজা ও পরোয়ানাভুক্ত আসামী মোঃ আরাফাত উদ্দিন চৌধুরী, পিতা-মোঃ আবুল কালাম, সাং-মোমিনবাগ আবাসিক এলাকা, হামজারবাগ, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।