আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওয়াদুদ হোসেন (৪৭)। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মৃত ওসমান গনির পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা নং–১১, তারিখ–০৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি., জিআর নং–৯৩২, ধারা–১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ দণ্ডবিধি এবং ৩/৫/৬ The Explosive Substances Act, 1908 এর অধীনে মামলা দায়ের করা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশ ও বগুড়া সদর থানা পুলিশের যৌথ অভিযানে মাঝিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।