
জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
খুলনার কয়রা উপজেলার আমাদী বাজার এলাকায় ব্র্যাক ব্যাংক আমাদী শাখার একটি মোটরসাইকেল চু:রির ঘটনায় চো:রকে আ:টক করেছে সাধারণ জনতা ও ব্যাংক কর্মীরা।
ব্যাংক সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১টার দিকে ব্র্যাক ব্যাংক আমাদী শাখার কর্মী মোঃ ঈসা আলীর ব্যবহৃত একটি মোটরসাইকেল চু:রি হয়। চু:রির বিষয়টি তাৎক্ষণিকভাবে পাইকগাছা উপজেলার চাঁদখালী ব্র্যাক ব্যাংক শাখায় মোবাইল ফোনে জানানো হলে, চাঁদখালী শাখার কর্মীরা দ্রুত তৎপর হয়ে চাঁদখালী বাজার এলাকা থেকে স:ন্দেহভাজন এক ব্যক্তিকে আ:টক করেন।
আ:টক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় এবং সে এর আগেও কয়রা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অন্তত আরও ৬টি মোটরসাইকেল চু:রি করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হে:ফাজতে নেয়। উ:দ্ধারকৃত মোটরসাইকেলটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। আ:টক ব্যক্তির বিরুদ্ধে আ:ইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।