
মনা নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বডি-ওর্ন ক্যামেরা সঠিক ও কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে আজ ১২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ০৯:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারীদের জন্য একটি বাস্তব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনলাইনে তদারকি করেন জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রেঞ্জ ডিআইজির কার্যালয় খুলনা এবং সরেজমিনে পরিদর্শন করেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পুলিশ সুপার মহোদয় বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বডি-ওর্ন ক্যামেরার কার্যকর ব্যবহার আরও জোরদার হবে। তিনি সকল অফিসার ও ফোর্সকে বডি-ওর্ন ক্যামেরা যথাযথভাবে ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে পালনের নির্দেশ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা। এছাড়াও কর্মশালায় বিভিন্ন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।