সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুর আলোচিত যুবদল নেতা রাহুল সরকার হ’ত্যাকা’ণ্ডের মূলহোতা জামিল হোসেনকে (৪৬) গ্রে’প্তা’র করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে। ডিবি বগুড়ার ওসি মো. ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অ’ভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত জামিল কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে। হত্যাকাণ্ডের পর সে শেরপুরের গাড়িদহ এলাকায় আ’ত্মগো’প’নে ছিল। মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মাগুরা গ্রামে লিজ নেওয়া একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় যুবদল নেতা রাহুল সরকার হা’ম’লা’র শিকার হন। পূর্ব শত্রুতার জেরে ১০-১২ জন দু’র্বৃ’ত্ত ধা’রা’লো অ’স্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।,প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই পুকুর লিজ নেওয়া নিয়ে নিহত রাহুল, তার চাচা সালাম ও আসামি জামিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বি’রো’ধের জের ধরেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহত রাহুল সরকার বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং কইগাড়ি এলাকার সাবেক বিএনপি নেতা সোবাহান সরকারের ছেলে।