
মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২২.১২.২০২৫ খ্রি. তারিখে জেলা প্রশাসন, সদর, বগুড়া এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নওগাঁ এর সমন্বয়ে বগুড়া জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে-
১)মেসার্স বানু ফুলিং স্টেশন, ঝোপগাড়ী, সদর, বগুড়া এর পরিমাপ গ্রহনযোগ্য সীমার বাইরে থাকাই ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪৬ ধারায় ৩৫,০০০/- অর্থদণ্ড দেয়া হয়।
২)মেসার্স কল্পনা ফিলিং স্টেশন, পালশা, সদর, বগুড়া এর স্টোরেজ ট্যাংক এর হালনাগাদ চার্ট না থাকাই ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪৮ ধারায় ১০,০০০/- অর্থদণ্ড দেয়া হয়।
মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব
তাসওয়ার তানজামুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বগুড়া এঁর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নওগাঁ অফিসের কর্মকর্তা মোঃ সাহানুর হোসেন খান, ফিল্ড অফিসার (সিএম) ও মো: আসাদুজ্জামান , পরিদর্শক (মেট্রোলজি)।