
জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা:
নিপা রানী মন্ডল(গোলদার) পিতা নিস্কৃতি মন্ডল গ্রাম হোগল বুনিয়া, বটিয়াঘাটা, নিপা রানী মন্ডল (গোলদার) একজন প্রথিতযশা জনপ্রিয়, দর্শক প্রিয় যাত্রা শিল্পী তিনি নায়িকা ও গায়িকা হিসেবে যাত্রা জগতে প্রবেশের পর থেকে কুচক্রী মহলের নজরে পড়ে তারই ধারাবাহিকতায় একের পর এক বিভিন্ন ষড়যন্ত্রে বিভ্রান্তি ছড়াচ্ছে তাকে সমাজে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে । তার যাত্রা শিল্পী পেশার ক্ষতি বা তাকে বড় ধরনের কোন চক্রান্তের ফাঁদে ফেলে তার ক্ষতি করতে পারে বলে তিনি আশংঙ্কা করছেন। নিপা রানী মন্ডল (গোলদার) বর্তমান সময়ের যাত্রা জগতের উজ্জ্বল নক্ষত্র তিনি শিল্পী জগতের পাশে থেকে মানুষকে বিনোদন দেওয়া ছাড়া অন্য কোন সরকার বিরোধী কার্যকলাপে জড়িত নন। তার এই সুনামে ঈশ্বানিত হয়ে তার পথ চলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে কিছু কুচক্রী মহল চক্রান্ত ও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তিনি একজন স্বনামধন্য শিল্পী পরিবারের কৃতি সন্তান, তার পিতার ও একজন দক্ষিণাঞ্চলের গর্বিত যাত্রা শিল্পী ছিলেন, পিতার হাত ধরেই তিনি এই পেশাকে বুকে ধারণ করে নিয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই যাত্রা জগত টা কে সাংস্কৃতিক বিনোদন দেয়ার জন্য নিরোলস ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন , এই জন্যই যত বাঁধা বিপত্তি ।
স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিল করার জন্য এমন চক্রান্ত দিন দিন করেই যাচ্ছে বলে তিনি মনে করেন।
সম্প্রতি ২৩ /১০/২৫ তারিখ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজের কমেন্ট বক্সে দেখতে পান ” পিচ্চি মেয়ের” নামক ফেক আইডি থেকে বাজে কমেন্ট করছে বার বার,যাহা তার সাংসারিক জীবনে ও পরিবারে তথা সামাজিক ভাবে তার মান সম্মান ক্ষুন্ন করছে। যার জন্য তিনি খুলনার বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি করেন যার নাং১২৯৯ তাং ২৫/১০/২০২৫ যা তদন্তধীন রয়েছে। তিনি বলেন,”নিপা গোলদার” আমার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডি এই আইডি ব্যতীত আমার আর কোন ফেসবুক আইডি নাই সুতরাং এই কুচক্রী মহল যদি আমার নামে অন্য কোন ফেক আইডি দিয়ে আমার নামে কোন বিভ্রান্তি ছড়ায় তার দায়ভার আমি গ্রহণ করিব না। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি তিনি আরো বলেন নীপা রানী মন্ডল শুধু একজন শিল্পী নহে তিনি আপনাদের দক্ষিণাঞ্চলের গর্বিত একজন মেয়ে।
প্রকাশ থাকে যে তিনি বর্তমান সূর্য তরুণ নাট্য সংস্থার এই বৎসর নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা হিসেবে,বর্তমানে তার যাত্রাভিনয় চলমান রয়েছে।