মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০৩/০৯/২০২৫ ইং তারিখ কোতোয়ালী থানার এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এসআই মোঃ আসাদুজ্জামান, এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০১। দায়রা- ৩৪৮/২১, সিআর- ৮২/২০, ধারা- এন আই এ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদন্ডপ্রাপ্ত আসামী ০১। কাজেমুল ইসলাম চৌধুরী, পিতা- মোক্তার আহমেদ চৌধুরী, সাং- আলকরণ, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন এবং পরবর্তীতে ০২। অর্থজারী মামলা নং- ৪২৮/১৯, প্রসেস নং- ২২২২/২৫, প্রসেস নং- ২২২৩/২৫ সংক্রান্তে ০৬(ছয়) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত ০২টি সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী ০২। আব্দুল মারুফ, পিতা- আব্দুল আজিম, সাং- আলকরণ ০২নং গলি, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।