
স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও জেলার রোড এলাকায় জুয়েলের পরিত্যক্ত মিল চাতালের মাঠ থেকে খায়রুল ইসলাম (বয়স অনির্দিষ্ট), এক বস্তা ব্যবসায়ীর ম’রদে’হ উদ্ধা’র করেছে সদর থানা পুলিশ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, খায়রুল ইসলামের বস্তার গোডাউন ছিল উক্ত মিলের গোডাউন ঘরে। সম্প্রতি সেখানে প্রায়ই বস্তা চু’রির ঘটনা ঘটছিল। চোর ধরার উদ্দেশ্যে গতকাল রাতে তিনি চাতালে অবস্থান করেন।
আনুমানিক রাত তিনটার দিকে পাশের এক ব্যক্তি খায়রুলের নিথর দেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম’র’দেহ উদ্ধার করে।
খায়রুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ছিট চিলারং গ্রামের বাসিন্দা।
তবে মৃ’ত্যু’র সঠিক কারণ এখনো জানা যায়নি।