মোঃমামুন
ডিমলা উপজেলা প্রতিনিধি
ডিমলায় মেঠোপথে সিসি ঢালাই রাস্তা নির্মাণে বইছে উন্নয়নের জোয়ার। নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ৯নং ওয়ার্ড মাদ্রাসা পাড়া ছমিরের মসজিদ সংলগ্ন নওশাদ আলী ইউপি সদস্যর সহযোগিতায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ করেন খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার। এক সময় ধুলোবালি ও কর্দমাক্ত অবস্থায় পরে থাকা রাস্তাটি এখন সিসি ঢালাইয়ে রুপ পেয়ে এলাকাবাসীরা যাতায়াতে ফিরে পেয়েছে স্বস্তি। রাস্তার দুই ধারে
প্রায় শতাধিক পরিবারের বাস,পাশে রয়েছে ৃমজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। এলাকাবাসীর পক্ষে সেলিৃুর রহমান,ওবায়দুল ইসলাম, রুবেল ইসলাম, মুক্তা বেগম ও শিক্ষার্থীরা সহ আরও অনেকে রাস্তা নির্মাণে চেয়ারম্যানের প্রতি প্রসংশায় পঞ্চমুখ। তারা আরও বলেন বিগত দিনে কোন জন প্রতিনিধি এই রাস্তা নির্মান করতে পারেননি।ু
নির্মাণ সামগ্রী গুনোগত ও মানসম্মত হওয়ায় রাস্তা দীর্ঘদিন টেকসই ও মজবুত হবে বলে জানিয়েছেন স্থানীরা।ইউপি সদস্য নওশাদ আলী বলেন সামনে সুযোগ পেলে বাকী কাজটুকু সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার বলেন,এই রাস্তা নিয়ে অনেক অভিযোগ ছিল।জনগনের দাবি পূরন করতে পারায় নিজেকে গর্বিত মনে করছি।