নি’হ’তদের মধ্যে রয়েছেন কয়রা সদরের মসজিদে ই আবু বকর (রাঃ) এর সম্মানিত ইমাম হাফেজ মঈনুল ইসলাম, একই উপজেলার বাগালী ইউনিয়নের কুশোডাংগা গ্ৰামের মাওঃ আঃ রশিদ এবং মাহিন্দ্রা গাড়িটির চালক আমাদী ইউনিয়নের ভান্ডারপোল গ্ৰামের রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীরা জানান, দু’র্ঘ’ট’না’টি ছিল অত্যান্ত ভ’য়া’ব’হ ও তাৎক্ষণিকভাবে প্রা’ণ’ঘা’তী।
সবাই কয়রা উপজেলার ইসলামী ফাউন্ডেশন এ চাকরি করতেন,নিরবে চলে গেল তিনটি প্রান,তারা সবাই ইসলামী ফাউন্ডেশন কয়রার শিক্ষক ছিলেন দীর্ঘ আট/ নয় মাস সবাই তাদের প্রাপ্য বেতন থেকে বঞ্চিত ছিল,পরিবার পরিজন নিয়ে কষ্টে ছিল তাদের জীবন যাপন,তাদের বেতনের দাবি জানাইতে জেলা প্রশাসক কার্যালয়ে ( ডি ,সি অফিস) খুলনা তে স্মারক লিপি পেশ করারা জন্য যাচ্ছিলেন।প্রতিমধ্যে ডুমুরিয়া উপজেলায় মহাসড়কে দুর্ঘটনায় দুই জন ইমাম সাহেব সহ ড্রাইভার মারা গেলেন,আহত হয়েছেন আরো বেশ কয়েক জন ইমাম।এই দূর্ঘটনায় ট্রাংকোলরির ড্রাইভার পলাতক রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় জনগণের সহায়তায় আহতদের নিকটবর্তী ডুমুরিয়া হাসপাতালে ও খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।