মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ০৬/০৫/২০২৫ খ্রিঃ গোপন সংবাদে জানা যায় যে, কেরাণীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর তুলসিখালী ব্রিজ এর পূর্ব মাথায় পাকা রাস্তার উপর একটি সাদা রংয়ের হায়েস গাড়ি যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো চ-১৯-৩৬৮৩ ব্যবহার করিয়া র্যা ব পরিচয়ে একদল ডাকাত নবকলী পরিবহন বাস থামাইয়া গাড়িতে উঠিয়া একই তারিখ সন্ধ্যা ০৬.৪৫ ঘটিকায় দুইজন যাত্রিকে গাড়ি হতে নামানোর চেষ্টাকালে একজন যাত্রি কৌশলে ব্যাগ ভর্তি টাকা নিয়া রাস্তার পাশে পুকুরে লাফ দিয়া পালিয়ে যায়। ডাকাতরা অপর যাত্রিকে ভয় দেখাইয়া চড় থাপ্পর দিয়া তাহার নিকট নগদ ৬,০০০/- (ছয় হাজার) টাকা নিয়া ডাকাতি সংঘঠন করিয়া হায়েস মাইক্রোবাস যোগে রুহিতপুর রামেরকান্দা তিনরাস্তা মোড়ের দিকে চলে যায়। উক্ত সংবাদের ভিত্তিতে কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত)সহ কর্তব্যরত এসআই মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর রামেরকান্দা তিনরাস্তার মোড় চেকপোষ্ট বসাইয়া গাড়িটি থামাইয়া ০৫(পাঁচ) জন ডাকাতসহ গাড়িটি আটক করে। কৌশলে গাড়ির চালক মোঃ আবুল কালাম (৪৭) পালাইয়া যায়। ধৃত ডাকাতরা হচ্ছে ১। রুবেল (৫০), ২। আরিফ (৩৫), । শরিফুল ইসলাম (৪২), ৪। উৎপল দেবনাথ (৩৮), ৫। দুলু মিয়া (৩৯) ৬। ধৃত ডাকাতরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। পলাতক ডাকাত মোঃ আবুল কালাম (৪৭) ড্রাইভারসহ অজ্ঞাত ডাকাত সদস্যদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং-১১(৫)২৫ ধারা-১৭০/১৭১/৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড রুজু হয়।
আসামীর নাম, ঠিকানা ও মামলা সংক্রান্ত প্রোফাইলঃ
নাম ঠিকানা মামলার সংখ্যা মামলার বিবরণ
১। আরিফ (৩৫) পিতা- মৃত নান্নু, মাতা-মুর্শিদা, সাং-শ্যামলিপাড়া, থানা-উল্লাহপাড়া, জেলা-সিরাজগঞ্জ। প্রাপ্ত তথ্যমতে র্সব মোট মামলা ১১টি
অস্ত্র মামলা-০২টি, ডাকাতি-৪টি, দস্যুতা-৩টি, অন্যান্য-২টি ডিএমপির রমনা মডেল থানার অস্ত্র মামলা ০১ টি, ডিএমপি রমনা মডেল থানার ডাকাতি মামলা ০১ টি,
ডিএমপি মতিঝিল থানার, মামলা ডাকাতি মামলা ০১ টি,
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অস্ত্র মামলা ০১ টি,
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অন্যান্য ধারার মামলা ০২ টি,
পাবনা জেলা আমিনপুর থানার দস্যুতা মামলা ০১ টি,
নাটোর জেলা বড়াইগ্রাম থানার দস্যুতা মামলা ০১ টি,
বগুড়া জেলার শেরপুর থানার মামলা ডাকাতি মামলা ০১ টি,
ময়মনসিংহ জেলা গফরগাঁও থানার দস্যুতা মামলা ০১ টি,
মানিকগঞ্জ জেলা সিংগাইর থানার মামলা ডাকাতি মামলা ০১ টি।
২। শরিফুল ইসলাম (৪২) পিতা-মৃত আব্দুল শুকুর, মাতা-সাজেদা খাতুন, সাং-চরআঙ্গারু, থানা-শাহাজাদপুর, জেলা-সিরাজগঞ্জ প্রাপ্ত তথ্যমতে র্সব মোট মামলা ০৮টপ্রাপ্ত তথ্যমতে র্সব মোট মামলা ০৮টি।
দস্যুতা-৩টি, চুরি ১ টি, অপহরন ১ টি, ডাকাতির-৩ টি সর্বমোট-৮টি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানার চুরি মামলা ০১ টি,
সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার ডাকাতি মামলা ০১ টি,
ডিএমপি এর মতিঝিল থানার ডাকাতি মামলা ০২ টি,
ময়মনসিংহ জেলা গফরগাঁও থানার দস্যুতা মামলা ০২ টি,
পাবনা জেলা আমিনপুর থানার দস্যুতা মামলা ০১ টি,
বগুড়া জেলা শেরপুর থানার অপহরন মামলা ০১ টি,
৩। উৎপল দেবনাথ (৩৮)। পিতা-অজিত দেবনাথ, মাতা-বানিবালা দেবি সাং-শাহাবাজপুর, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা প্রাপ্ত তথ্যমতে র্সব মোট মামলা ০৬টি
ডাকাতি-১, চুরি-৫টি সর্বমোট-৬টি। ময়মনসিংহ জেলা গৌরীপুর থানার চুরি মামলা ০১ টি,
ময়মনসিংহ জেলা কোতয়ালী থানা মামলা চুরি মামলা ০১ টি,
ময়মনসিংহ জেলা ত্রিশাল থানার, চুরি মামলা ০১ টি,
ময়মনসিংহ জেলা কোতোয়ালী মডেল থানার, চুরি মামলা ০১ টি,
টাঙ্গাইল জেলা সখিপুর থানার চুরি মামলা ০১ টি,
শেরপুর জেলা শেরপুর সদর থানা ডাকাতি মামলা ০১ টি।
৪। দুলু মিয়া (৩৯), পিতা-ইসহাক, মাতা-রহিমা বেগম, অষ্টগ্রাম, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ।
মামলা: ডাকাতি মামলা ১টি- প্রাপ্ত তথ্যমতে র্সব মোট মামলা ০১টি। সিরাজগঞ্জ বঙ্গুবন্ধু সেতু পশ্চিম থানা ডাকাতি মামলা ০১ টি।
৫। রুবেল (৫০) পিতা-জয়নাল, মাতা-মমতাজ, সাং-বাটাজোর, থানা-গৌরনদী, জেলা-বরিশাল।
মামলা: অস্ত্র মামলা ১ টি। প্রাপ্ত তথ্যমতে সর্ব মোট মামলা ০১টি ঢাকা জেলা আশুলিায়া থানায় অস্ত্র মামলা ০১ টি।