মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অন্তর্গত মিরপুর থানার ১২ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয় I
ঢাকা মহানগর উত্তর বি এন পির সংগ্রামী আহ্বায়ক ও ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী জনাব আমিনুল হক প্রধান অতিথির বক্তব্য দেন । আফিল আহমেদ অনিক এর সনচালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রদলের পশ্চিমের বিপ্লবী সভাপতি রবিন আহমেদ , বিশেষ অতিথি ছিলেন পশ্চিমের সংগ্রামী সাধারন সম্পাদক আকরাম আহমেদ সহ ঢাকা মহানগর উত্তর বি এন পির যুগ্ম আহবায়ক এ বি এম এ রাজ্জাক , যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি , গাজী রিয়াজ , সদস্য সংগ্রামী নেতা হুমায়ুন কবীর রওশন , সদস্য হাফিজুল ইসলাম শুভ্র সহ সকল বি এন পির নেতা কর্মী ও ছাত্রদলের মিরপুর থানার সকল নেতা কর্মী উপস্হিত ছিলেন ।
তরুণ ভোটারদের ধানের শীষে প্রথম ভোট প্রদানে অনুপ্রাণিত করার আহবান জানান এস এ সিদ্দিক সাজু ।