মনা নিজস্ব প্রতিনিধিঃ
কোতোয়ালী থানার এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এসআই মোঃ খায়রুল বাসার সাজিদ, এএসআই সোহেল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ইং ১৬/০৮/২০২৫খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১। দায়রা- ৬৩৪/২৩, সিআর- ১৭৯৪/২২(কোতেয়ালী) সংক্রান্তে ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং ০২। দায়রা- ২২১৫/১৬, সিআর- ৮৪১/১২(পাঁচলাইশ) এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুল বাতেন, পিতা-ইব্রাহিম খন্দকার, সাং-৯৪, এসএস খালেদ রোড, জামালখান, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।